‘বরিশাল অঞ্চলকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে হবে। এই ডিজিটাল যুগে সমৃদ্ধির বড় হাতিয়ার হলো ডিজিটাল প্রযুক্তি।’ গত শুক্রবার বরিশালে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) শাখা কমিটি গঠন উপলক্ষে স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার এ কথা বলেন। এই সভায় বরিশাল অঞ্চলে বিসিএসের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে বরিশাল শাখা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯ জুলাই সকালে এই শাখার অ্যাডহক কমিটি গঠন করা হবে। বিকেলে কম্পিউটার সমিতি বরিশাল আয়োজিত ‘সিএসবি কম্পিউটার মেলা ২০১১’ এর পুরস্কার বিতরণ করা হয়। কম্পিউটার সমিতি বরিশালের সভাপতি সুনিল বরন সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।