বিজ্ঞপ্তি
তাইওয়ানভিত্তিক প্রযুক্তিসেবাদাতা প্রতিষ্ঠান জাইজেল বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সেবা কার্যক্রম শুরু করেছে। এই সেবাগুলো পাওয়া যাচ্ছে বাংলাদেশে জাইজেলের পরিবেশক কম্পিউটার সিটি টেকনোলজিসের মাধ্যমে। জাইজেলের বিভিন্ন ধরনের প্রযুক্তিসেবা ও এর ব্যবহার সম্পর্কে ধারণা দিতে গত বৃহস্পতিবার এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জাইজেলের নেটওয়ার্ক নিরাপত্তা, নেটওয়ার্কিং সুইচ, টেলকো সুইচ, ফাইবার সুইচসহ আরও অন্যান্য পণ্যের প্রযুক্তিগত সেবার বিভিন্ন দিক ও এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে জাইজেলের বিভিন্ন প্রযুক্তি পণ্যের নানা দিক নিয়ে কথা বলেন জাইজেলের প্রকৌশলী পিপার। তিনি বলেন, বড় বড় প্রতিষ্ঠানের নানা ধরনের প্রযুক্তিগত সেবা দেওয়ার জন্য জাইজেলের বিভিন্ন পণ্য অনেক বেশি কার্যকর।
সেমিনারে জাইজেলের বিভিন্ন পণ্যের ব্যবসায়িক সুবিধা নিয়ে বলেন জাইজেলের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক প্যাট হিউজিং।
সেমিনারে কম্পিউটার সিটি টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মনিরুল হক, অপারেশন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম ও কারিগরি বিভাগের পরিচালক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
0 Responses to বিজ্ঞপ্তি
Something to say?